thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

অ্যাসেট ম্যানেজমেন্টকে বাণিজ্য প্রতিমন্ত্রীর সহায়তার আশ্বাস 

২০২৪ মার্চ ১৭ ১৪:০৭:৩৫
অ্যাসেট ম্যানেজমেন্টকে বাণিজ্য প্রতিমন্ত্রীর সহায়তার আশ্বাস 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুঁজিবাজারের মিউচুয়াল ফান্ড খাতের সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডসের (এএএমসিএমএফ) প্রতিনিধিরা। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী পুঁজিবাজারের উন্নয়নে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এএএমসিএমএফের প্রেসিডেন্ট ড. হাসান ইমামের নেতৃত্বে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সাথে সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এএএমসিএমএফের প্রতিনিধিরা।

শুক্রবার (১৫ মার্চ) এএএমসিএমএফ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় এএএমসিএমএফের প্রেসিডেন্ট পুঁজিবাজার পরিস্থিতি তুলে ধরে এর উন্নয়ন ও অগ্রগতিতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ভূমিকার কথা প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং বাজারের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী পুঁজিবাজারের উন্নয়নে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় ভাইস প্রেসিডেন্ট ওয়াকার আহমদ চৌধুরী, সাবিরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর