thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ডিএসইতে দাম কমার শীর্ষে কর্ণফুলী ইন্স্যুরেন্স

২০২৪ মার্চ ১৭ ১৪:১৫:২৪
ডিএসইতে দাম কমার শীর্ষে কর্ণফুলী ইন্স্যুরেন্স

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৪ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।

বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৫৭.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ৪৪.৫০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিটের দাম ১৩.৩০ টাকা বা ২৩.০১ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং সিরামিকসের ১৬.৯৯ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ১৩.৫১ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ১২.৪৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১.৮৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১১.৬৬ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড-১ এর ১১.৫৯ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১১.২১ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১০.৯৪ শতাংশ এবং সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১০.৮৯ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর