thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ

২০২৪ মার্চ ১৭ ১৪:১৯:৪২
ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। আগামী ৩ বছরের জন্য তাকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ১৫ মার্চ থেকে তিনি ডিএসইতে যোগদান করেছেন।

এর আগে গত ১৪ মার্চ ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে চিঠি দিয়েছে বিএসইসি।

বিএসইসির দেওয়া চিঠিতে বলা হয়, ডিএসইর বোর্ড ও প্রশাসন আইন-২০১৩ এর ৫ (২) ধারা অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদকে আগামী ৩ বছরের জন্য পুনরায় ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১৫ মার্চ থেকে আগামী ৩ বছরের জন্য তার নতুন নিয়োগ গণ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ, এম ইমরান হামিদ বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর