thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

অবন্তিকার মায়ের সঙ্গে সাক্ষাৎ  তদন্ত কমিটির

২০২৪ মার্চ ২২ ১৯:৪১:২৯
অবন্তিকার মায়ের সঙ্গে সাক্ষাৎ  তদন্ত কমিটির

দ্য রিপোর্ট প্রতিবেদক:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। এসময় তারা কথা বলেন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও। পরিদর্শন করেন আত্মহত্যার স্থানও।

আজ শুক্রবার (২২ মার্চ) সকাল ১০টায় তদন্ত কমিটির সদস্যরা কুমিল্লার বাগিচাগাঁওয়ের অরনিকা পার্কের বাসার দ্বিতীয় তলায় যান।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন। তিনি জানান, আত্মহত্যার ঘটনার তদন্ত করতেই তাদের কুমিল্লা আসা। জাকির হোসেন বলেন, আত্মহত্যার ঘটনার তদন্ত করতেই আমরা কুমিল্লায় এসেছি। এদের মধ্যে তদন্ত কমিটির পাঁচজন ও একজন সহকারী প্রক্টর ছিলেন। আমরা আড়াই ঘণ্টা অবন্তিকার মায়ের সঙ্গে কথা বলেছি। এ ঘটনা সম্পর্কে তার মা শুরু থেকে শেষপর্যন্ত যা জানেন আমরা সব শুনেছি।

তিনি আরও বলেন, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা হয়েছে। তদন্তের প্রয়োজনে আমরা পুলিশ ও অভিযুক্তদের সঙ্গেও কথা বলার চেষ্টা করবো। তাদের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু তথ্যচাইবো। তদন্তের কাজ চলছে। আমরা যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর