thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

সপ্তাহজুড়ে কমেছে  বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ

২০২৪ মার্চ ২৩ ১৩:৩০:৩৫
সপ্তাহজুড়ে কমেছে  বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন হয়েছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

বিদায়ী এ সপ্তাহের (১৮ মার্চ-২১ মার্চ) শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৬ লাখ ৯৯ হাজার ৬৩৫ কোটি ৪৬ লাখ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন ৭ হাজার ৯৫ কোটি ৪২ লাখ টাকা বা ১ দশমিক ০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৫৪০ কোটি ০৪ লাখ টাকায়।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৯৮৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৯৩ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ৮০৮ কোটি ৭৪ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৩৮ পয়েন্ট বা ০ দশমিক ৪৪ শতাংশ কমেছে। প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক কমেছে ৬ দশমিক ৭৭ পয়েন্ট। আর ‘ডিএসই-৩০’ সূচক বেড়েছে ৬ দশমিক ১৪ পয়েন্ট।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৯৫ প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে কমেছে ২২৯টির শেয়ারের দর। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারদর।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর