thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

অনুমোদিত মূলধন বাড়ানোর অনুমতি রূপালী ব্যাংকের

২০২৪ মার্চ ২৪ ১৩:১৭:১৬
অনুমোদিত মূলধন বাড়ানোর অনুমতি রূপালী ব্যাংকের

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে অনুমোদিত মূলধন বাড়ানোর অনুমতি পেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকটির অনুমোদিত মূলধন বাড়ানোর অনুমতি দিয়েছে।

রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকটির বর্তমান মূলধন ৭০০ কোটি টাকা। ব্যাংকটি তাদের মূলধন বাড়িয়ে ২ হাজার ৫০০ কোটি টাকা করতে পারবে।

রোববার (২৪ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (২০ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাবের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মন এই সংক্রান্ত চিঠি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ব্যাংকটি ৭০০ কোটি টাকা থেকে ২ হাজার ৫০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। সরকারি ইক্যুইটির বিপরীতে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটির অনুমোদিত মূলধন উন্নীতকণের অনুমোদন দেওয়া হয়েছে।

রূপালী ব্যাংক পিএলসি সেবার মান বৃদ্ধি, খেলাপী ঋণ আদায় ও ঋণ বিতরণে বৈচিত্র আনয়নের মাধ্যমে ২০২৩ সালে মুনাফাসহ সব আর্থিক সূচকে রেকর্ড সৃষ্টি করেছে। ব্যাংকটির খেলাপী ঋণ আদায়, আমানতের প্রবৃদ্ধি, ঋণ বিতরণ, নতুন হিসাব খোলা, লোকসানী শাখা কমানো ও অটোমেটেড চালনসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর