thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ব্রাহ্মণবাড়িয়ায় YADEA এর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

২০২৪ মার্চ ২৫ ১২:৫৭:৩৬
ব্রাহ্মণবাড়িয়ায় YADEA এর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

দ্য রিপোর্ট প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বোধন হল ইয়াদিয়া এক্সক্লুসিভ শোরুম “ভূইয়া ই-মটরস”। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মাননীয় মেয়র মিসেস নায়ার কবির।

এছাড়া ও অনুষ্ঠানে আরো ছিলেন রানার অটোমোবাইলস পিএলসির এর ডিজিএম ক্যাটাগরি ম্যানেজমেন্ট জোহেব আহমেদ, হেড অব সেলস টি এম আসিবুল ইমরান, ক্যাটাগরি ম্যানেজার জুবায়ের আরাফাত, সার্ভিস হেড আরিফুল ইসলাম এবং ভূইয়া ই-মটরস -এর স্বত্বাধিকারী আলমগীর ভূঁইয়া। রানার অটোমোবাইলস বাংলাদেশে ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক।

আয়োজনটির তত্ত্বাবধানে ছিলেন ভূইয়া ই-মটরস। ইয়াদিয়ার পক্ষ থেকে ডিজিএম ক্যাটাগরি ম্যানেজমেন্ট জোহেব আহমেদ বলেন, “ক্রেতাদের এমন সাড়া দেখে আমরা অভিভূত। ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার আসলে একটি যুগোপযোগী আধুনিক সংযোজন। যার মাধ্যমে প্রকৃতির প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যত গড়তে অবদান রাখতে পারছি। ব্রাহ্মণবাড়িয়ার ক্রেতারা এই শোরুম থেকে তাদের পছন্দের মডেলের YADEA ইলেক্ট্রিক স্কুটার সংগ্রহ করতে পারবেন।“

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর