thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

 সূচকের বড় পতনে লেনদেন শেষ

২০২৪ মার্চ ২৫ ১৯:২৪:২৫
 সূচকের বড় পতনে লেনদেন শেষ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ ফেব্রুয়ারি) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিনে আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একই সঙ্গে এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৬.৭৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১৭.৮৫ পয়েন্ট কমে ১ হাজার ২৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৬.১২ পয়েন্ট কমে ২ হাজার ২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪১টি কোম্পানির, কমেছে ৩১৮টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির। ডিএসইতে এদিন মোট ৪৪৫ কোটি ৫৩ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ১০৪.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ২৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭২.৫৭ পয়েন্ট কমে ১৬ হাজার ৬৯৯ পয়েন্টে, শরিয়া সূচক ১০.২৫ পয়েন্ট কমে ১ হাজার ৮২ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১১৫.৭৫ পয়েন্ট কমে ১২ হাজার ৬৭৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন, সিএসইতে ২১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৭টি কোম্পানির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত আছে ২৬টির। দিন শেষে সিএসইতে ১৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর