thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

গ্রেপ্তার হওয়ার আগেই  স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন  বঙ্গবন্ধু:  জয়

২০২৪ মার্চ ২৬ ১৩:৪৪:৩০
গ্রেপ্তার হওয়ার আগেই  স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন  বঙ্গবন্ধু:  জয়

দ্য রিপোর্ট প্রতিবেদক:২৬শে মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের ফেসবুক পেজে এক পোস্টে জয় এ মন্তব্য করেন।

নিজের ফেসবুক পোস্টে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে জয় বলেন, ২৬ মার্চ, আমাদের স্বাধীনতা দিবস। ৫৩ বছর আগের এই দিনে, মধ্যরাতে পাকিস্তানি আর্মিদের হাতে গ্রেফতার হওয়ার আগেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন।

ফেসবুক পোস্টে জয় বলেন, বঙ্গবন্ধু ওয়্যারলেস বার্তায় বলেছিলেন, ‘এটাই সম্ভবত আমার শেষ বার্তা। আজ থেকেবাংলাদেশস্বাধীন। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াইচালিয়ে যাবেন। ’

বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের স্মরণ করে দেয়া ফেসবুক পোস্টে জয় আরও বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন এবং মাত্র ৯ মাসেই বিজয় অর্জন করেছিলেন। আজ স্মরণ করি বঙ্গবন্ধু এবং সকল মুক্তিযোদ্ধাকে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় বাং

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর