thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

রেকর্ডের ম্যাচে মুম্বাইকে হারালো  হায়দরাবাদ

২০২৪ মার্চ ২৮ ১০:৫০:২১
রেকর্ডের ম্যাচে মুম্বাইকে হারালো  হায়দরাবাদ

দ্য রিপোর্ট ডেস্ক:১১ বছর পর আইপিএলে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু তাদের চোখে চোখ রেখে লড়াই করলো মুম্বাই ইন্ডিয়ান্স। তাতে হায়দরাবাদে হয়ে গেলো রান উৎসব। দুই দল মিলে আইপিএল তো বটেই, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের কীর্তি গড়লো। অবশ্য প্রত্যাশিতভাবে ম্যাচটা হেরে গেছে মুম্বাই। তাদের টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ দিয়ে এবারের আসরে প্রথম জয় পেলো হায়দরাবাদ।

গত বছর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সম্মিলিত ৫১৭ রান ছিল পুরুষ টি-টোয়েন্টি দুই দলের সমন্বিত রেকর্ড রান। বুধবার সেটা পেছনে ফেললো হায়দরাবাদ ও মুম্বাই। আগে ব্যাটিং করা হায়দরাবাদ করেছিল ২৭৭ রান। জবাবে ২৪৬ রানে থামে মুম্বাই। দুই দলের সমন্বিত রান ৫২৩! ৩১ রানে হেরে গেলেও মুম্বাই আইপিএল ইতিহাসে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেছে।

আরেকটি রেকর্ডও হয়েছে এই ম্যাচে, ছক্কার। আইপিএলে সর্বোচ্চ ৩৮ ছয় দেখা গেছে দুই দলের ধুন্ধুমার ব্যাটিংয়ে। ২০টি ছয় মেরেছে মুম্বাই।

২৭৮ রানের লক্ষ্যে নেমে মাত্র ৩.২ ওভারে ৫৬ রান তুলে ভেঙে যায় ওপেনিং জুটি। ইশান কিষাণ ১৩ বলে ৩৪ রান করে শাহবাজ আহমেদের শিকার হন। পরের ওভারে তাকে অনুসরণ করেন রোহিত শর্মা। নিজের ২০০তম আইপিএল ম্যাচে ১২ বলে ২৬ রান করেন তিনি। ৬ ওভারে ২ উইকেটে ৭৬ রান করে মুম্বাই। অষ্টম ওভারেই দলের সেঞ্চুরি।

দুই ওপেনারকে কয়েক বলের ব্যবধানে হারালেও রানের গতি ধরে রাখেন নামান ধীর ও তিলক ভার্মা। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে আস্কিং রান রেট ভালোভাবে ধরে রেখেছিল মুম্বাই। তিলক ২৪ বলে ২ চার ও ৫ ছয়ে হাফ সেঞ্চুরি করেন।

স্ট্র্যাটেজিক টাইম আউটের পর প্যাট কামিন্স তিলকের গুরুত্বপূর্ণ উইকেট নেন। ৩৪ বলে ৬৪ রান করেন তিনি। হার্দিক পান্ডিয়া ও টিম ডেভিড দলকে পথে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু হায়দরাবাদের পেসারদের নৈপুণ্যে আর পেরে ওঠেননি। হার্দিক ২৪ রানে থামেন। ডেভিড ২২ বলে ৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ইম্প্যাক্ট প্লেয়ার রোমারিও শেফার্ড ১৫ রানে অপরাজিত ছিলেন।

এর আগে অভিষেক শর্মার ২৩ বলে ৬৩ রানে ভর করে হায়দরাবাদ রেকর্ড রান তোলে। ম্যাচসেরা হয়েছেন তিনি। তার সঙ্গে ট্র্যাভিস হেড ও হেনরিখ ক্লাসেন ৬২ ও ৮০ রানের ঝড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর