thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

হাসিনা ও  বাইডেন  বৈঠকের প্রস্তাবে যা জানালো  লু 

২০২৪ মার্চ ২৯ ১৩:১৫:১০
হাসিনা ও  বাইডেন  বৈঠকের প্রস্তাবে যা জানালো  লু 

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট জো বাইডেনের একান্ত বৈঠকের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লু সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান এ আহ্বান জানান।

দুই দেশের সরকার প্রধানদের মধ্যে বন্ধুত্বের মনোভাব পোষণে একান্ত বৈঠকের প্রয়োজন মনে করে উক্ত প্রস্তাব দিলে বিষয়টি নিয়ে নিয়ে কাজ চলছে বলে মন্তব্য করেন ডোনাল্ড লু।

ডোনাল্ড লু বলেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের সাধারন নির্বাচন। আমাদের হাতে যথেষ্ট সময় নাও হতে পারে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মঙ্গলবার ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে ডোনাল্ড লু অতিথি হিসেবে এলে ‘সাইড টক’- এ সিদ্দিকুর রহমান এ বিষয় উত্থপান করেন।

সিদ্দিকুর রহমান জানান, বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে বাংলাদেশ সরকারের নিকট হস্তান্তরের বিষয়টিও তার কাছে উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টের নানা জটিলতার কথা উল্লেখ করেন ডোনাল্ড লু।

তিনি আরও বলেন, ডোনাল্ড লু’র সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা হয়েছে। এসময় ইরেজিতে লেখা ‘শেখ মুজিবুর রহমান: দ্যা আনফিনিসড মেমরস’ বইটি ডোনাল্ড লু’কে উপহার দেন আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর