thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রেস্তোরাঁগুলোতে  সম্মিলিতভাবে অভিযান চালানো হবে:  ভোক্তা ডিজি

২০২৪ মার্চ ৩১ ১৯:২১:৩৯
রেস্তোরাঁগুলোতে  সম্মিলিতভাবে অভিযান চালানো হবে:  ভোক্তা ডিজি

দ্য রিপোর্ট প্রতিবেদক: রেস্তোরাঁগুলোর ওপর চাপ কমাতে এখন থেকে সরকারি সংস্থাগুলো সম্মিলিতভাবে অভিযান চালাবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

রোববার ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আবাসিক ভবনে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অভিযান প্রসঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এখন থেকে সম্মিলিতভাবে ঢাকার রেস্তোরাঁগুলোতে অভিযান হবে। ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য অধিদপ্তর, বিএসটিআই, সিটি করপোরেশন, জেলা প্রশাসন আলাদাভাবে অভিযান না চালিয়ে সম্মিলিতভাবে অভিযান চালাবে। এতে রেস্তোরাঁগুলোর ওপরে চাপ কমবে।

তিনি আরও বলেন, জোন ঠিক করে একসঙ্গে সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করা হবে।

এর আগে গত ২১ মার্চ রেস্তোরাঁ খাতে শৃঙ্খলা ফেরাতে অনুমোদনহীন সব রেস্তোরাঁয় আইন অনুযায়ী অভিযান চালু রাখা নির্দেশ দেয় হাইকোর্ট।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর