thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

"বুয়েটে ছাত্ররাজনীতি কেমন হবে তা নির্ধারণ করবে  শিক্ষার্থীরাই"

২০২৪ এপ্রিল ০২ ১৯:১৮:১২

দ্য রিপোর্ট প্রতিবেদক:ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বুয়েটে ছাত্ররাজনীতি থাকবে, তবে তার কাঠামো কেমন হবে তা শিক্ষার্থীরাই নির্ধারণ করবে। যেসব শিক্ষার্থী নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে আন্দোলনরত তাদের প্রতি ছাত্রলীগের শ্রদ্ধা রয়েছে। যেকোনো যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবির প্রতি ছাত্রলীগ সবসময়ই শ্রদ্ধাশীল। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে যেসব শিক্ষার্থী নেতিবাচক ঘটনার শিকার হয়েছেন তাদের জন্য কাজ করবে প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মঙ্গলবার বেলা ১১টায় বুয়েট ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

এ সময় ছাত্রলীগ সভাপতি বলেন, প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ মতামত নিয়ে বুয়েটে ছাত্ররাজনীতি চালু করা হবে। বুয়েটের শিক্ষার্থীদের যে কোনো প্রস্তাব স্বাগত জানায় ছাত্রলীগ।

সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেন, বুয়েটে এমন ছাত্ররাজনীতি পরিচালিত হবে, যা শহীদ শাফী ইমাম রুমীর মতো বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ত্যাগ করে দেশের জন্য হাসিমুখে জীবন উৎসর্গ করতে শেখাবে কিংবা উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে এসে দেশ গঠনে আত্মনিয়োগে ঝাঁপিয়ে পড়তে নৈতিকভাবে দৃঢ়প্রতিজ্ঞ করবে।

এর আগে, বুয়েটে সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার জরুরি বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট। আদালতের আদেশের পর বুয়েট ক্যাম্পাসকে ছাত্র রাজনীতিমুক্ত রাখতে শিক্ষকদের সহায়তা চান আন্দোলনরত শিক্ষার্থীরা।

দাবি আদায়ে মঙ্গলবার চতুর্থ দিনের মতো একাডেমিক কার্যক্রম বর্জন কর্মসূচি চলার কথা জানান আন্দোলনকারীরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর