thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

"বাজার স্থিতিশীল রাখতে আগেই আমদানির উদ্যোগ নেয়া হবে"  

২০২৪ এপ্রিল ০২ ১৯:১৯:৪০

দ্য রিপোর্ট প্রতিবেদক:নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে যে কোনো দেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, বাজারে যাতে পণ্যের সংকট না হয়, সে লক্ষ্যে সংকট তৈরির আগেই আমদানির উদ্যোগ নেয়া হবে।

মঙ্গলবার সকালে টিসিবির ভর্তুকি মূল্যে ভারতীয় পেঁয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধন করার সময় এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

এদিন ভারত থেকে আমদানি করা এক হাজার ৬৫০ টন পেঁয়াজ ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের ১৮০টি স্পটে বিক্রি শুরু করেছে সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবি। ৪০ টাকা কেজিতে এসব পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আহসানুল ইসলাম টিটু বলেন, পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ নয়। সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।

এ সময় বাংলাদেশের ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, চাহিদা ও যোগানের অজুহাত দিয়ে এক শ্রেণির ব্যবসায়ী পণ্যের দাম বাড়াচ্ছে।

‘শুধু পেঁয়াজ নয়; মাছ ও মাংসসহ সব পণ্যের দাম কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে পণ্য আমদানি করার অনুমতি দেয়া হবে,’ বলেন তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর