thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

হঠাৎ  দেশে ফিরলেন মুস্তাফিজ, কিন্তু কেন?

২০২৪ এপ্রিল ০৩ ১০:৪৭:৪১
হঠাৎ  দেশে ফিরলেন মুস্তাফিজ, কিন্তু কেন?

দ্য রিপোর্ট ডেস্ক:আইপিএলের চলতি আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ফিজের শুরুটাও হয়েছে স্বপ্নের মতন। চেন্নাইয়ের হয়ে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে মুস্তাফিজ শিকার করেছেন আসরের সর্বোচ্চ ৭ উইকেট। আইপিএলে পার্পল ক্যাপ ধরে রেখেছেন নিজের কাছে।

তবে চেন্নাইয়ের হয়ে এমন দারুণ অভিষেকের পর হঠাৎ আসরের মাঝে দেশে ফিরলেন মুস্তাফিজ। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যার ফ্লাইটে ঢাকা এসেছেন তিনি। জানা গেছে বিসিবির জরুরি তলবে অনিচ্ছা সত্ত্বেও আইপিএল থেকে তড়িঘড়ি দেশে ফিরেছেন মুস্তাফিজ।

এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর ভিসা আবেদন এবং ফিঙ্গারপ্রিন্টের জন্যে জরুরি ভিত্তিতে দেশে ফিরে এসেছেন মুস্তাফিজ। চলতি বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।

জানা গেছে, ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই আগামীকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, ‘বৃহস্পতিবার স্কোয়াডের সম্ভাব্য সকল ক্রিকেটারকে থাকতে হবে ভিসার কাজের জন্য।’

এদিকে পরের দিনই (৫ এপ্রিল) রয়েছে চেন্নাই সুপার কিংসের চতুর্থ ম্যাচ। এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। তবে ভিসা প্রক্রিয়া শেষ করতে বিলম্ব হলে এই ম্যাচ মিস করতে পারেন মুস্তাফিজ। তাই চেন্নাই নিজেদের অন্যতম সেরা এই বোলারকে ছাড়তে রাজি ছিল না।

চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ ঘরের মাঠে (৮ এপ্রিল) হবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। চলমান আইপিএল গত ২২ মার্চ থেকে শুরু হয়ে চলবে আগামী ২৬ মে পর্যন্ত। তবে আন্তর্জাতিক সূচির ব্যস্ততার মুস্তাফিজকে বিসিবি ছাড়পত্র দিয়েছে ১২ মে পর্যন্ত।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর