thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

জনপ্রিয়তার  লড়াইয়ে এগিয়ে  ট্রাম্প

২০২৪ এপ্রিল ০৪ ১২:৪১:২৭
জনপ্রিয়তার  লড়াইয়ে এগিয়ে  ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক:এ বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। এতে সাতটি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে। তবে সাতটির মাঝে ছয়টি অঙ্গরাজ্যেই জনপ্রিয়তায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর- এনডিটিভি।

ওয়াল স্ট্রিট জার্নালের একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে আরও বলা হয়, বাইডেনের কাজে অসন্তষ্ট নাগরিকরা, এছাড়া অর্থনীতির সঙ্গিন অবস্থাও তার জনপ্রিয়তা কমিয়েছে।

পেনসিলভেনিয়া, মিশিগান, অ্যারিজোনা, জর্জিয়া, নেভাডা এবং নর্থ ক্যারোলিনায় এগিয়ে আছেন ট্রাম্প। তবে উইসকনসিনে এগিয়ে আছেন বাইডেন।

মার্কিন রাজনৈতিক সংবাদের ওয়েবসাইট রিয়াল ক্লিয়ার পলিটিকসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সব জরিপেই দেখা গেছে হাড্ডাহাড্ডি লড়াই হবে ট্রাম্প এবং বাইডেনের মাঝে। জরিপগুলোয় দেখা যায়, বাইডেনের তুলনায় গড়ে ০.৮ শতাংশ এগিয়ে আছেন ট্রাম্প।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর