thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

 ভবিষ্যতেও আমরা জনগণের পাশে থাকব:  পরিবেশমন্ত্রী

২০২৪ এপ্রিল ০৪ ২০:২২:৪৮
 ভবিষ্যতেও আমরা জনগণের পাশে থাকব:  পরিবেশমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সবাই যাতে আনন্দেঈদউদযাপন করতে পারে, সরকার সে বিষয়ে সব ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়া তিনি আরও জানিয়েছেন,ঈদেনির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডেই বিতরণ করা হবেঈদউপহার।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) আসন্নপবিত্রঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মানুষের মধ্যেঈদউপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবারইফতারপার্টি আয়োজনের পরিবর্তে দরিদ্র ও অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও আমরা জনগণের পাশে থাকব।

সাবের হোসেন চৌধুরী এসময় আরও বলেন,পবিত্রমাহেরমজানমাসের শেষ দশদিন চলছে। এ সময় আমাদের সব ধরনের অপকর্ম থেকে, সব লোভ লালসা থেকে, নেশাসহ সব ধরনের পাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। তিনি যোগ করেন, মাহেরমজানের শেষে আসবেপবিত্রঈদ।ঈদআনন্দময় করতে নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডেইঈদউপহার বিতরণ করা হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর