thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চার বিভাগে  তাপপ্রবাহ আরও ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে 

২০২৪ এপ্রিল ০৪ ২০:২৯:৩৭
চার বিভাগে  তাপপ্রবাহ আরও ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে 

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ আরও ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একইসাথে আশপাশের এলাকাতেও এটি আরও বিস্তৃত হতে পারে। আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, স্বাভাবিকের চাইতে ১ থেকে ৩ ডিগ্রি বেশি তাপমাত্রা বিরাজ করছে। যা অব্যাহত থাকবে আরও অন্তত তিনদিন। আর বাতাসে জ্বলীয় বাষ্প বেশি থাকায় গরমের অনুভূতি বেশি হচ্ছে।

সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঐদিন থেকে সম্ভাবনা রয়েছে সামান্য বৃষ্টির। তবে সাধারণ ছিটেফোঁটা বৃষ্টিতে গরম কমবে না। এজন্য ভারী বৃষ্টির দরকার। বৈশ্বিক উষ্ণতার কারণে বাংলাদেশের আবহাওয়ার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে মনে করেন আবহাওয়াবিদরা।

এদিকে, গতকাল বুধবার (৩ এপ্রিল) সব এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ ৩ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং আরও বিস্তার লাভ করতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।দ্য রিপোর্ট প্রতিবেদক:

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর