thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ম্যাকসন স্পিনিং মিলস 

২০২৪ এপ্রিল ০৬ ১৩:৪৭:৪৭
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ম্যাকসন স্পিনিং মিলস 

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ থেকে ৪ এপ্রিল) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে তালিকাভুক্ত কোম্পানি ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। শনিবার (৬ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে ম্যাকসন স্পিনিং মিলসের শেয়ারদর বেড়েছে ২৭.৬৮ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১১.২০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৪.৩০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেট্রো স্পিনিংয়ের ২১.১৪ শতাংশ, কেএন্ডকিউয়ের ১৪.৪২ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৩.৫৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১২.২৪ শতাংশ, ড্রাগন সোয়েটারের ১২.১৭ শতাংশ, ইনটেকের ১১.৯১ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ১১.৪৪ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১১.৩২ শতাংশ এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ১০.৯৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর