thereport24.com
ঢাকা, শনিবার, ৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১,  ৭ জমাদিউল আউয়াল 1446

তাপমাত্রা  কমতে পারে ৩ ডিগ্রি

২০২৪ এপ্রিল ০৭ ১৬:০৬:০৮
তাপমাত্রা  কমতে পারে ৩ ডিগ্রি

দ্য রিপোর্ট প্রতিবেদক:বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় রাজধানীঢাকাসহ সারা দেশের তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কেননা, ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে কম-বেশি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, গত সাতদিনের টানা তাপপ্রবাহে জনজীবনে যে অস্বস্তি নেমে এসেছিলে, এতে কিছুটা স্বস্তি নেমেছে। কমেছে ভ্যাপসা গরম। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই অবস্থায় সোমবার (০৮ এপ্রিল) সকাল পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সে. কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, পাবনা ও চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ; বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসহ, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় কমতে পারে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর