thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১,  ২০ মহররম 1446

বাস কাউন্টারে  উপচে পড়া ভিড়, পুরোনো রুপে সদরঘাট

২০২৪ এপ্রিল ০৯ ১০:৫৯:৩৭
বাস কাউন্টারে  উপচে পড়া ভিড়, পুরোনো রুপে সদরঘাট

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঈদের আর মাত্র একদিন বাকি। তাই দলে দলে রাজধানী ছাড়ছে মানুষ। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দূরপাল্লার বেশিরভাগ বাসেরই অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় যাত্রীদের অপেক্ষা এখন শুধু বাড়ি ফেরার নির্ধারিত বাসে চড়া।

পুরোদমে বাসে ঈদযাত্রার শুরুতে ভিড় কিছুটা কম থাকলেও মঙ্গলবার সকাল থেকেই শ্যামলী-গাবতলী এলাকায় সড়কে বাড়ি ফেরা মানুষের ভিড় চোখে পড়ে।

কিছু বাসে তাৎক্ষণিকভাবে টিকিট কেটেই উঠতে পারছেন যাত্রীরা। আবার যারা আগেভাগে টিকিট কাটতে পারেননি, শেষ মুহূর্তে বাড়তি ভাড়া দিয়ে ছুটছেন আপন জানের সাথে ঈদ করতে।

গাবতলী-সাভার হয়ে ঢাকা-আরিচা রুটে গতকালও যাত্রীর চাপ ছিল। সোমবার বিকালে সাভারে যাত্রীর অতিরিক্ত চাপ আর যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সৃষ্টি হয় যানজটের। সাভারের বিভিন্ন সড়ক-মহাসড়কে ২৬ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

এদিকে, ঈদ যাত্রার শেষ সময়ে যাত্রীর চাপে পুরনো রূপ ফিরেছে রাজধানীর সদরঘাট। আজ সোমবার (৮ এপ্রিল) অফিস ছুটি হওয়ার পর থেকেই যাত্রীর চাপ বাড়তে থাকে লঞ্চ টার্মিনালগুলোতে। আরামপ্রিয় মানুষ সড়ক পথ নয়, স্বাচ্ছন্দে ঘরে ফিরতে ব্যবহার করছেন লঞ্চ। সারা বছর বেকার সময় গেলেও ঈদেযাত্রী পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে লঞ্চ কর্তৃপক্ষ।

যাত্রীদের কাছে পরিবার নিয়ে ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ লঞ্চেই। অনেক দিন পর যাত্রী দেখে ব্যস্ত হয়ে পড়েন লঞ্চ কর্তৃপক্ষও। তারা জানান, সারা বছরের মন্দা কাটিয়ে উঠতে চান তারা। বিকেল থেকেই ভোলা, বরিশাল, চাঁদপুরসহ দক্ষিণ বঙ্গের সবগুলো লঞ্চই ছড়ে যায় পরিপূর্ণ হয়ে।

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর