thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ওয়ালটন টিভি কিনে ঢাকা-কক্সবাজার-ঢাকা’র এয়ার টিকিট জেতার সুযোগ

২০২৪ এপ্রিল ০৯ ১১:৩৭:৩৮
ওয়ালটন টিভি কিনে ঢাকা-কক্সবাজার-ঢাকা’র এয়ার টিকিট জেতার সুযোগ

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঘনিয়ে এসেছে ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে টেলিভিশন ক্রেতাদের জন্য বিশেষ কিছু উপহার দেওয়ার ব্যবস্থা করেছে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন। দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইন সেলস প্ল্যাটফর্ম ’ই-প্লাজা’ থেকে বেসিক এলইডি বা স্মার্ট টিভি কিনে ক্রেতারা পেতে পারেন ঢাকা-কক্সবাজার-ঢাকা’র এয়ার টিকিট ফ্রি। চলতি মাসের ১ তারিখ থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এ সুবিধা পাবেন ক্রেতারা।

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার মোস্তফা নাহিদ হোসেন বলেছেন, ‘ক্রেতাদের হাতে উচ্চ গুণগত মানের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের টেলিভিশন তুলে দেওয়ার পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দিচ্ছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে ওয়ালটন টিভির ক্রেতাদের বিশেষ কিছু উপহার দিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা’র এয়ার টিকিট ফ্রি দেওয়ার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে ওয়ালটন টিভি কিনে ১৫ জন ক্রেতা এ সুবিধা পেয়েছেন। শেষ রমজান পর্যন্ত প্রতিদিনই অসংখ্য ক্রেতাকে এ সুবিধা দেওয়া হবে। ওয়ালটন টিভির এ উদ্যোগ টেলিভিশন ক্রেতাদের ঈদের আনন্দ ও বিনোদনকে আরো বাড়িয়ে তুলবে বলে আমার বিশ্বাস।’

ঈদকে সামনে রেখে ওয়ালটন টিভি কিনে ঢাকা-কক্সবাজার-ঢাকার এয়ার টিকিট ফ্রি পাওয়ার সুযোগসহ দেশব্যাপী চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০’ এর আওতায় ক্রেতাদের জন্য আছে ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ। অর্থাৎ ওয়ালটন টিভি কিনে ক্রেতারা পেতে পারেন নগদ ১০ লাখ টাকা।

ঈদে ক্রেতারা পাচ্ছেন ওয়ালটনের ৪৮টি মডেলের টিভি। এর মধ্যে আছে ওয়ালটনের বিভিন্ন সাইজের বেসিক এলইডি টিভিসহ এন্ড্রয়েড-১১ অপারেটিং সিস্টেমের গুগল টিভি, ওয়েবওএস এবং কুলিটা অপারেটিং সিস্টেমের স্মার্ট এলইডি টিভি। বাজারে মাত্র ১৯ হাজার ৯৯০ টাকায় ৩২ ইঞ্চি এবং ৩৩ হাজার ৯০০ টাকায় ওয়ালটনের ৪৩ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি কিনতে পারছেন ক্রেতারা।

ওয়ালটন টিভিতে ৬ মাসের রিপ্লেসমেন্টসহ ৫ বছর পর্যন্ত প্যানেল গ্যারান্টি ও ফ্রি বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন ক্রেতারা। আইএসও সনদপ্রাপ্ত দেশের সর্ববৃহৎ সার্ভিস ম্যানেজমেন্টের আওতায় দেশব্যাপী বিস্তৃত ৮২টি সার্ভিস সেন্টারের মাধ্যমে ওয়ালটন টিভির গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর