thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

ঈদে নামাজে  বিব্রতকর পরিস্থিতিতে সাকিব

২০২৪ এপ্রিল ১২ ১২:০৬:০১
ঈদে নামাজে  বিব্রতকর পরিস্থিতিতে সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক:গত ৩ এপ্রিল চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচটি শেষ হয়। ঈদের আগে জাতীয় দলের আর কোনো খেলা না থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপনেযুক্তরাষ্ট্রে যান সাকিব আল হাসান।

বিশ্বসেরা এই অলরাউন্ডারঈদের দিনে নিউইয়র্কের জ্যামাইকাতে নামাজ আদায় করতে গিয়ে বিব্রতক পরিস্থিতিতে পড়েন।তার সঙ্গেসেলফি তুলতে চাইলে ভক্তকে ধাক্কা দেয়ার অভিযোগ উঠে।

পরবর্তীতে মোনাজাত না করেই ঈদগাহ থেকেফিরে যাওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। সে সময় তাকে ঘিরে উপহাস করেঅনেকে‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগানদেন।

এর আগে সবশেষ জাতীয় নির্বাচনের সময়ে সাকিব আল হাসান যখন মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েপ্রচারণায় ব্যস্ত ছিলেন, তখন এক ভক্ত-সমর্থক তার সাথে সেলফি তোলার আবদার করেন। সাকিব ব্যস্ততার কারণে ওই ভক্তকে সময় দিতে পারছিলেন না। কিন্তু সেই ভক্ত বিরক্ত করেই যাচ্ছিলেন। যে কারণে সাকিব ওই ভক্তকে থাপ্পরমারেন।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর