thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

শেয়ার বিক্রি করবেন ব্র্যাক ব্যাংকের এমডি

২০২৪ এপ্রিল ১৬ ১৭:১৮:০১
শেয়ার বিক্রি করবেন ব্র্যাক ব্যাংকের এমডি

দ্য রিপোর্ট প্রতিবেদক:ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা ফরহাদ হুসাইন শেয়ার বিক্রি করবেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে তিনি ব্যাংকটির ৪ লাখ ৮৫ হাজার ২৩টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

জানা গেছে, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজা ফরহাদ হুসাইনের কাছে ব্যাংকটির ৪ লাখ ৯৫ হাজার ২৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৪ লাখ ৮৫ হাজার ২৩টি শেয়ার বিক্রি করবেন তিনি। ঘোষণা অনুযায়ী, তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বিদ্যমান বাজার দরে শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যাংকটির মোট শেয়ারের ৪৬ দশমিক ২৪ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে। বর্তমানে ব্যাংকটি পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর