thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

এক কোটি গাছ লাগানোর পরিকল্পনা ছাত্রলীগের

২০২৪ এপ্রিল ২১ ১৪:০১:৫৭
এক কোটি গাছ লাগানোর পরিকল্পনা ছাত্রলীগের

দ্য রিপোর্ট প্রতিবেদক: পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে এক কোটি গাছ লাগিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রলীগ। গতকাল শনিবার সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে চলমান তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে।

এগুলো হলো চলতি এপ্রিলের ২১ থেকে ৩০ তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করা; কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে বৃক্ষরোপণ; নিয়মিত গাছে পানি দেওয়া; রোপণ করা গাছের পরিচর্যা; প্রতিটি উপজেলা ইউনিটে এক হাজার এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিটে ৫০০ বৃক্ষরোপণ; বৃক্ষরোপণের মাধ্যমে উপজেলা পর্যায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং বৃক্ষরোপণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর