thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

রেকর্ড তাপমাত্রা যশোরে ৪৩.৮

২০২৪ এপ্রিল ৩০ ১৮:০০:০৮
রেকর্ড তাপমাত্রা যশোরে ৪৩.৮

দ্য রিপোর্ট প্রতিবেদক: তীব্র দাবদাহে পুড়ছে পুরো দেশ। সঙ্গে পুড়ছে দক্ষিণের জেলা চুয়াডাঙ্গা ও যশোর। একদিন চুয়াডাঙ্গার তাপমাত্রা বেশী তো পরের দিন যশোরের। যেন দুই জেলায় তাপমাত্রার বৃদ্ধির প্রতিযোগিতা চলছে। তাপমাত্রার নিজের জেলা প্রথম হলে ফেসবুকে বেশ সাজিয়ে গুছিয়ে পোস্ট দিচ্ছেন জেলার বাসিন্দারা। তাতে যেন গরমের কষ্টের চেয়ে প্রথম হওয়ার আনন্দটাই বেশী।

মাসের শেষ দিন মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে যশোর জেলায়। যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এতেই ভেঙে গেলো চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার সব রেকর্ড। খুলনা আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানান, আজ যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি, ঈশ্বরদীতে ৪৩.২ ডিগ্রি ও রাজশাহীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র তাপপ্রবাহে নাজেহাল হয়ে পড়েছে সব শ্রেণিপেশার মানুষের জনজীবন। বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। তীব্র তাপপ্রবাহের মধ্যেও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে বাইরে বের হতে হচ্ছে তাদের।


যশোর শহরের দড়াটানা ব্রীজের কাছে কথা হয় রিকশাচালক আব্দুল্লাহর সাথে সাথে। তিনি বলেন, খুব গরম। রাস্তায় রিকশা নিয়ে বের হলে শরীর মনে হয় পুড়ে যাচ্ছে শরীর। সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত আয় হয়েছে ২০০ টাকা। মালিককে দিতে হবে ২৫০ টাকা। রিকশা চালাতে পারি না এত গরমে। সিটের তলে পানি রাখি, বার বার হাতমুখ ধুই। সন্ধ্যার দিকে আবার বের হতে হবে। কেননা এখন যাত্রীও মিলবে না।

রাস্তার ধারে গাছের ছায়ায় তালপাতার পাখা বিক্রি করছিলেন আব্দুল হামিদ। কালীগঞ্জ থেকে সকালে এসেছেন। বেলা ১২টা পর্যন্ত ছয়টি পাখা বিক্রি করেছেন। তিনি বলেন, রাস্তাঘাটে লোকজন কম, সেই কারণে বেচাবিক্রিও কম। হাতে তৈরি তালপাতার পাখা ৩০ টাকা থেকে ৬০ টাকা দামে বিক্রি করছেন তিনি।


এদিকে, তাপজনিত রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সময়ে অনেকে হাসপাতালে ডায়রিয়া, জ্বর, সর্দি- কাশি, টাইফয়েড নিয়ে ভর্তি হচ্ছেন। এসব রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে তাপপ্রবাহ থেকে সুস্থ থাকতে নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

যশোর মেডিক্যাল কলেজের শিক্ষক ডা. আলাউদ্দিন আল মামুন বলেন, এই সময়ে ডায়রিয়া, ইনফ্লুয়েঞ্জা, সর্দি-কাশি, পক্স, হিট স্ট্রোক, স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদি হতে পারে। প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে কেউ যেন ডিপ ফ্রিজের পানি পান না করে। এ সময় প্রচুর পানি, ডাবের পানি, দেশি ফলমূল খাওয়া প্রয়োজন।দিনমজুর বিশেষ করে কৃষকরা যেন সকাল ১১টার মধ্যে এবং বিকালে তাপমাত্রা কমলে কাজ করেন সেই পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর