thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবেই: মির্জা ফখরুল 

২০২৪ মে ০১ ১৯:০৩:০৫
বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবেই: মির্জা ফখরুল 

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের মানুষ আবারও জেগে উঠেছে। বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবেই। আমরা পরাজিত হইনি এবং হবোও না। এটি বিএনপির সংগ্রাম নয়, দেশের সব মানুষের সংগ্রাম– এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসিলাম আলমগীর।

আজ বুধবার (১ মে) দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত শ্রমিক সমাবেশ ও র‍্যালিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি অনেক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছে। আরও ত্যাগ স্বীকার করতে হবে। সরকার সারাদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। বিরোধী মত দমন করছে। আর চুপ করে বসে থাকার সময় নেই। এসময় দল-মত ভুলে দেশের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অতি বাম বা অতি ডান নয়, দেশের সব মানুষই ঐক্যবদ্ধ। তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। জনগণ এই সরকারের আমলে তাদের অধিকার হরণ হয়েছে বলেও মনে করে। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সভায় বলেন, দেশে যারা রাজনৈতিকভাবে দেউলিয়া, তারা ও কিছু বুদ্ধিজীবী অনবরত গীবত গাচ্ছে। অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর