thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে  রাতেই  তিন মামলা 

২০২৪ মে ০২ ০৮:০২:৫২
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে  রাতেই  তিন মামলা 

দ্য রিপোর্ট প্রতিবেদক:চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার (০১ মে) রাতেই রাজধানীর মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।

গোয়েন্দা বিভাগের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তিনটি অভিযোগে মামলা দায়ের করা হবে। মামলাগুলো এজাহারভুক্ত হওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। মামলায় মিল্টনের বিরুদ্ধে মানবপাচার, শিশুদের ওপর হামলা, আত্মীয়-স্বজনদের সঙ্গে মারধর এবং তার টর্চার সেলসহ সব অভিযোগই তুলে ধরা হবে। এর আগে বুধবার (১ মে) রাজধানীর মিরপুর এলাকা থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ রয়েছে। তার এসব অভিযোগের বিষয়ে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা অত্যন্ত জঘন্য অপরাধ। এসব অভিযোগের প্রমাণ মিললে তাকে কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর