thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

শেষ ম্যাচে উইকেট ছাড়াই থেকে আইপিএল মিশন শেষ করলেন মুস্তাফিজ

২০২৪ মে ০২ ০৮:১৭:৫২
শেষ ম্যাচে উইকেট ছাড়াই থেকে আইপিএল মিশন শেষ করলেন মুস্তাফিজ

দ্য রিপোর্ট ডেস্ক:আইপিএল শেষ হতে এখনো প্রায় মাসখানেক বাকি। তবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মোস্তাফিজুর রহমানের আইপিএল মিশন শেষ হলো এখানেই।

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ পর্যন্ত তাকে অনাপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুরুটা স্বপ্নের হলেও এবারের আসরে মোস্তাফিজের শেষটা হয়েছে হতাশায়। পাঞ্জাবের কাছে ঘরের মাঠে ৭ উইকেটে হেরেছে তার দল। মোস্তাফিজ ৪ ওভারে এক মেডেনসহ ২২ রান খরচ করেনকোনো উইকেট ছাড়াই।

চিপকে টস হেরেআগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬২রান করে চেন্নাই। সর্বোচ্চ ৬২ রান আসে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে। পাঞ্জাবের হয়ে ১৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হারপ্রিত ব্রার। তাড়া করতে নেমে সেই রান ১৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় পাঞ্জাব। জনি বেয়ারস্টো ৪৬ও রাইলি রুশোর ৪৩ রানে জয়ের সুর পেয়ে যায় তারা। এরপর বাকি কাজটা সারেন স্যাম কারান (২৬*) ও শশাঙ্ক সিং (২৫*)।

শেষ ম্যাচে উইকেটশূন্য থাকায় আবারও পার্পল ক্যাপ পরার সুযোগ হয়নি মোস্তাফিজের। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এবারের আসর শেষ করলেন বাঁহাতি এই পেসার।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর