thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

মধ্যরাতে কাকে অপরাধী বলে পোস্ট দিয়ে ডিলিট করলেন তিশা!

২০২৪ মে ০৩ ১১:৩১:৪৯
মধ্যরাতে কাকে অপরাধী বলে পোস্ট দিয়ে ডিলিট করলেন তিশা!

দ্য রিপোর্ট প্রতিবেদক:ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। পর্দার বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে নানান জল্পনাতেও থাকেন আলোচনায়।

এইতো মাসখানেক আগে ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে একটি বিষয়টি ফাঁসের জেরে খবরের শিরোনামে আসেন তিশা।

সেসময় এই দুই তারকার সম্পর্কের গুঞ্জন বেশ চাউর হলেও পুরো বিষয়টিই অস্বীকার করে যান তিশা। সে গুঞ্জনের জন্য ফারহান অনেকটা দায়ী থাকলেও এবার তিশা নিজেই ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে আলোচনা এসেছেন। বুধবার (১ এপ্রিল) মধ্যরাতের ওই স্ট্যাটাসে নাম উল্লেখ না করেই শোবিজ ইন্ডাস্ট্রির কাউকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করান তিশা। তবে সেই অভিযুক্ত যে একজন জনপ্রিয় অভিনেতা সেই ইঙ্গিতটা দিয়ে রাখেন তিনি।

অবশ্য তার ওই বিতর্কিত পোস্টটি মাত্র কয়েক মিনিট। অভিনেত্রীর পোস্টটি ভাইরাল হওয়ার আগেই ফেসবুক থেকে সেটা সরিয়ে নেন তিনি। কি লেখা ছিল তিশার ওই পোস্টে? ইংরেজি হরফে বাংলা শব্দে লেখা তিশার ওই স্ট্যাটাসটি ছিল, ‘আমি চাইলে আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প শেয়ার করতে পারি। আমার সেই সাহস এবং প্রমাণ আছে। মনে রেখো, তোমার খারাপ কাজগুলো সবার সামনে না এনে তোমাকে রক্ষা করেছি। বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন।

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর