thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

সীমান্তে বেসামরিক মানুষ হত্যা গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্রমন্ত্রী 

২০২৪ মে ০৮ ১৮:২৭:৪৪
সীমান্তে বেসামরিক মানুষ হত্যা গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:সীমান্তে বেসামরিক মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সীমান্তে হত্যা বন্ধে ঢাকা-দিল্লি একযোগে কাজ করছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিবের সফরে সীমান্ত হত্যার সমাধান নিয়ে আলোচনা হবে। এসময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ডোনাল্ড লু’র ঢাকা সফরের মূল ইস্যু রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। আগামীতে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও গভীর ও জোরদার হবে।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি ইস্যুতে মন্ত্রী বলেন, হিরো আলমকে ঘুষি মারলেও যুক্তরাষ্ট্র বিবৃতি দেয়। অপরদিকে ফিলিস্তিন ইস্যুতে তারাই আবার হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থীকে নির্যাতন করছে। ওই ঘটনায় দেশটির সরকারের মন্তব্য কী, তা জানতে চাই।

উল্লেখ্য, বুধবার রাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর