thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

বিমানবাহিনীর  কর্মকর্তাকে  অ্যাপার্টমেন্টে ঢুকে পুলিশের গুলি 

২০২৪ মে ১০ ১৩:০১:০৩
বিমানবাহিনীর  কর্মকর্তাকে  অ্যাপার্টমেন্টে ঢুকে পুলিশের গুলি 

দ্য রিপোর্ট ডেস্ক:

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সিনিয়র কর্মকর্তাকে তার নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় বিচারের দাবিতে ক্রমবর্ধমান চাপের মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুলিশ ডেপুটি শেরিফের বডি ক্যামেরার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

ফুটেজে দেখা যাচ্ছে, বিমানবাহিনীর সিনিয়র কর্মকর্তা রজার ফোর্টসন (২৩) ফ্লোরিডা প্যানহ্যান্ডলে তার অ্যাপার্টমেন্টের দরজায় উত্তর দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে ওকালুসা কাউন্টি শেরিফের অফিসের একজন ডেপুটি তাকে গুলি করেছে।

ভিডিওতে আরও দেখা যায়, ফোর্টসন একটি বন্দুক ধরে ছিলেন। এ কারণে পুলিশ দাবি করছে, তারা আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিল। পরে ফোর্টসনকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের একজন প্রত্যক্ষদর্শী স্বজনের বরাত দিয়ে রজারের আইনজীবী বলেন, পুলিশ ভুল করে তার ঘরে প্রবেশ করে। তবে পুলিশের ডেপুটি ওই কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘরে প্রবেশ করার পরই তিনি ফোর্টসনকে সশস্ত্র অবস্থায় দেখতে পান।

গত ৩ মে বিমানবাহিনীর ওই কর্মকর্তাকে তার ঘরের মধ্যে গুলি করা হয়। ঘটনাস্থলটি ছিল ফ্লোরিডা থেকে ৮ কিলোমিটার দূরে।

পুলিশের যে কর্মকর্তা তাকে গুলি করেছে তার নাম প্রকাশ করা হয়নি। এ ঘটনার পর তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর