thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

দুই  দিনে ৫ হাজার ৯২৬ হ্জ যাত্রী ঢাকা ছেড়েছেন

২০২৪ মে ১১ ১৩:৪৮:০২
দুই  দিনে ৫ হাজার ৯২৬ হ্জ যাত্রী ঢাকা ছেড়েছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক:পবিত্র হজব্রত পালনে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে ৫ হাজার ৯২৬ যাত্রী ঢাকা ছেড়েছেন। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশসহ তিনটি এয়ারলাইন্সের ১৫ ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশে রওনা হন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল হজ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।

রাজধানীর আশকোনা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান জানান, বিমানসহ তিনটি এয়ারলাইন্স বাংলাদেশি হজযাত্রী পরিবহন করছে। এবারকেউ ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার হবেন না বলে আশা করা হচ্ছে। ফ্লাইট সংকটও হবে না।কেউ ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার হবেন না বলে আশা করা হচ্ছে। ফ্লাইট সংকটও হবে না।

এদিকে আশকোনা হজক্যাম্প এলাকায় যত্রতত্র বসেছে দোকান। ফুটপাত থাকছে হকারের দখলে। এ জন্য হজযাত্রী ও তাদের স্বজনকে চলাচলে অসুবিধা হচ্ছে। এ বিষয়ে হজ অফিসের পরিচালক বলেন, হজ মৌসুম শুরুর আগেই হকারসহ অবৈধ দোকান উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র জানায়, প্রতিবছর হজ মৌসুমের শুরুতে সিটি করপোরেশন ও সিভিল এভিয়েশন উচ্ছেদ অভিযান চালায়। কিন্তু এবার তারা কোনো পদক্ষেপ নেয়নি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর