thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত

২০২৪ মে ১১ ১৩:৫৫:১১
মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত

দ্য রিপোর্ট প্রতিবেদক:ভোর হওয়ার আগেই রাজধানী ঢাকার আকাশে মেঘ জমতে থাকে। শনিবার (১১ মে) সকাল ৭টা পার হতেই শুরু হয় বৃষ্টি। সঙ্গে শহরজুড়ে নামে আঁধার। গাড়িগুলো চলে হেডলাইট জ্বালিয়ে। এরসঙ্গে মুহুর্মুহু বজ্রপাত, বয়ে যায় জোরালো বাতাস। বৃষ্টিতে ভিজে মানুষ যাচ্ছে কর্মক্ষেত্রে। ছাতা দিয়েও নিজেকে ঠেকানো যায়নি বৃষ্টির হাত থেকে।

শুক্রবার মোটামুটি ঢাকার আবহাওয়া শুষ্কই ছিল। যদিও এর আগের দিন সামান্য বৃষ্টি হয়েছিল। শনিবার ঢাকাসহ দেশের ছয় বিভাগের বেশির ভাগ জায়গায় যে বৃষ্টি হবে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর