thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

"আমেরিকায়  পোশাক রপ্তানি কমার পেছনে বিশ্বযুদ্ধ পরিস্থিতি দায়ী"

২০২৪ মে ১৩ ১৯:১২:১১

দ্য রিপোর্ট প্রতিবেদক: বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গত বছরের তুলনায় আমেরিকার বাজারে ৭ ভাগ পোশাক রপ্তানি কমার পেছনে বিশ্বযুদ্ধ পরিস্থিতি দায়ী।

আজ সোমবার সকালে সচিবালয়ে নবনির্বাচিত বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমেরিকায় পোশাক রপ্তানি কমলেও পোশাকখাত এখন মার্কিন বাজারের ওপর নির্ভরশীল নয়। জাহাঙ্গীর কবির বলেন, ‘২০১৩ সালে রানা প্লাজা ধ্বসের সময় পোশাকখাত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল, সেটি কাটিয়ে উঠেছে। পোশাকখাতকে নানা সময়ে অস্থিতিশীল করা হয়েছে, সরকারের চেষ্টায় সফলভাবে মোকাবিলা করা হয়েছে।’

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, শত বাধা পেরিয়ে পোশাকখাত দেশের প্রধান রপ্তানিখাত হিসাবে অর্থনীতিতে ভূমিকা রাখছেএসময় বিজিএমই সভাপতি এম এন্না মান কচি বলেন, আমেরিকার বাজারে পোশাকের দাম কমায় রপ্তানি কমেছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর