thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

"সবার জন্য গ্রহণযোগ্য করতে শ্রম আইনের সংশোধন করা হচ্ছে"

২০২৪ মে ১৫ ১৩:২৯:২২

দ্য রিপোর্ট প্রতিবেদক: সবার জন্য গ্রহণযোগ্য করতে শ্রম আইনের সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বললেন, শ্রম আইন সংশোধনের বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদলের সঙ্গে টানা তিন দিনের আলোচনা শেষ হয়েছে এবং সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে।

শ্রম আইন নিয়ে আইএলও এর প্রতিনিধিদের সাথে ৩ দিনের ধারাবাহিক বৈঠক শেষে মঙ্গলবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আইএলও এর সুপারিশগুলো নিয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়েছে। বাংলাদেশের বাস্তবতায় শ্রমিকের যে অধিকার বঙ্গবন্ধু বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেভাবেই শ্রম আইন সংশোধন করা হচ্ছে।

আনিসুল হক জানান, আইন সংশোধনে বাংলাদেশ সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে আইএলও। তাদের সুপারিশগুলোর মূল উদ্দেশ্য শ্রম আইনকে আন্তর্জাতিক মানের করা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর