thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

লাগাতার দরপতনে  শেয়ারবাজার,  প্রথম ঘণ্টাতেই নেই  ৬৬ পয়েন্ট 

২০২৪ মে ১৫ ১৩:৪৬:৩৮
লাগাতার দরপতনে  শেয়ারবাজার,  প্রথম ঘণ্টাতেই নেই  ৬৬ পয়েন্ট 

দ্য রিপোর্ট প্রতিবেদক:ফের লাগাতার দরপতনের কবলে । লাগাতার বড় দরপতনের আতঙ্কে শেয়ার বিক্রি করছেন বিনিয়োগকারীরা। ভালো বা মন্দ, সব ধরনের শেয়ার দরপতনের কবলে। আগের ছয় কার্যদিবসের মধ্যে পাঁচদিনের দরপতনের ধারাবাহিকতায় আজ বুধবারও লেনদেন শুরু হয়েছে দরপতনে। সকাল ১০টায় লেনদেন শুরুর এক ঘণ্টা না পেরোতোই শতাধিক শেয়ার ক্রেতা শূন্য হয়েছিল। তবে ক্রেতা শূন্য শেয়ারগুলোর অধিকাংশই দুর্বল মৌলভিত্তির।

দরপতনে প্রথম ঘণ্টাতেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ৬৬ পয়েন্ট হারিয়েছে, নেমেছে ৫৫১৯ পয়েন্টে। সূচক পতনের হার ১ দশমিক ১৯ শতাংশ।

আজ সর্বশেষ ছয় কার্যদিবসের মধ্যে পাঁচ দিনের দরপতনে সূচকটি ১৪৪ পয়েন্ট হারিয়েছিল। এর মধ্যে গতকালই হারিয়েছিল ৮১ পয়েন্ট। প্রথম ঘণ্টায় এ বাজারে ১৫৩ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা গতকাল একই সময়ে ছিল ২৮১ কোটি টাকা।

বেলা ১১টায় ডিএসইর লেনদেন পর্যবেক্ষণে দেখা যায়, এ সময় পর্যন্ত তালিকাভুক্ত ৩৯৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে লেনদেনে আসা ৩৮০টির মধ্যে ৩১৬টি দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল। যা লেনদেন আসা মোট শেয়ারের ৮৩ শতাংশ। বিপরীতে মাত্র ২৭ শেয়ার দর বেড়ে কেনাবেচা হচ্ছিল। দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছিল ৩৭টি শেয়ার।

তবে দরপতন ঠেকাতে নানা তৎপরতা শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা। এতে দরপতন কিছুটা কমার প্রবণতা দেখা গেছে।

এই দরপতনের কোনো কারণ জানা নেই বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম।

তবে বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ১৩ বিলিয়নের ঘরে নেমেছে, প্রকৃত রিজার্ভের পরিমাণ কত, তা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক নিজে থেকে কোনো তথ্য প্রকাশ করছে না- গণমাধ্যমে এমন খবর প্রকাশের নেতিবাচক প্রভাব এটি।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর