thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

রাজধানীর ধোলাইপাড় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

২০১৩ নভেম্বর ১৩ ১৩:৫৭:০৯
রাজধানীর ধোলাইপাড় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ধোলাইরপাড় থেকে আল-আমিন (২২) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

আল-আমিনের বাবার নাম মৃত আবদুল হালিম। তিনি নবীনগরের ১৯৯/১ নং নানার সঙ্গে বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর।

পুলিশ শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড়ের ৩/৪/১ নং বাসার ছাদের একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে। বাড়ি মালিক শামসুজ্জামান খান যাত্রাবাড়ীতে থাকেন।

বুধবার সকাল ৮টায় কয়েকজন শিশু ওই বাড়ির খেলতে ছদে উঠলে রুমের ভেতর মৃতদেহটি দেখতে পায়। পরে বাড়ির লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

আল-আমিনের নানা আবদুল হাকিম জানান, বাবা না থাকায় সে আমাদের সঙ্গেই বসবাস করতো। গত রাতে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

শ্যামপুর থানার এসআই সাদেক জানান, কিভাবে ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি। তবে নিশ্চিত সে খুন হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

(দিরিপোর্ট২৪/ডি/এফএস/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর