thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১,  ৬ রবিউল আউয়াল 1446

কানে  ঐশ্বরিয়ার লুক নিয়ে কটাক্ষ 

২০২৪ মে ১৮ ১৭:২৭:০৪
কানে  ঐশ্বরিয়ার লুক নিয়ে কটাক্ষ 

দ্য রিপোর্ট ডেস্ক:ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক ‘কান চলচ্চিত্র উৎসব’-এর৭৭তম আসর। প্রতি বছরের মতো এবছরও এ আসরেলাল গালিচার অতি পরিচিত নাম বলিউড অভিনেত্রীঐশ্বরিয়া রায় বচ্চন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে,পঞ্চাশের গণ্ডি পেরোনো এইবলিউড অভিনেত্রী গত বৃহস্পতিবার (১৬ মে ) কান উৎসবেরূপের দ্যুতি ছড়ালেও, গতকাল শুক্রবার (১৭ মে) তার সাজপোশাক নেটিজেনদের পছন্দ হয়নি।

কানের প্রথম অ্যাপিয়ারেন্সের জন্য ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন ফাল্গুনী এবং শেন পিককের কালো-সোনালী গাউন। তবে গতকাল শুক্রবার তার দেখা মিলল সুবজ-রুপালী গাউনে। নাটকীয় পোশাকের লম্বা টেইল এবং সুউচ্চ হাতায় রীতিমতো নজর কেড়েছেন। তবে অভিনেত্রীর এই লুক দেখে সামাজিক যোগাযোগমাধ্যমেঅনেকেই মজা করে লিখেছেন, ‘আরাধ্যার স্কুল প্রোজেক্ট নাকি? কে ঐশ্বরিয়াকে স্টাইল করছে?’

অনেকে আবার গেম অবথ্রনসের ছায়া খুঁজে পেয়েছেন ঐশ্বরিয়ার শুক্রবারের পোশাকে। এদিকে, ঐশ্বরিয়ারকান সফরেতার পাশে নজর কেড়েছেন মেয়েআরাধ্যা। একদম নো-মেকআপ লুকে দেখা মিলেছে আরাধ্যাকে।

গত বৃহস্পতিবার কান উৎসবে আরাধ্যার সঙ্গে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। উৎসবে মা-মেয়ে জুটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি ঐশ্বরিয়ার ২১তম সফর।

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর