thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

"বিশ্বকাপে পাকিস্তানকে যথেষ্ট বেগ পেতে হবে"

২০২৪ মে ১৯ ১৩:০১:০১

দ্য রিপোর্ট ডেস্ক:টি-টোয়েন্টিবিশ্বকাপের জন্য এখনো দল ঘোষণা করেনি পাকিস্তান। এজন্য তারা আরও চারদিন সময় নিতে পারে।

নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সিরিজ ড্র এবং আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচে হার নিয়ে উদ্বিগ্ন মোহাম্মদ হাফিজ। বিশ্বকাপে পাকিস্তান বেশ বেগ পাবে বলে মনে করেন হাফিজ।

সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘দেখুন একজন পাকিস্তানি হিসাবে পারফরম্যান্সকে পাশ কাটিয়ে আমার মন সব সময় পাকিস্তানের পক্ষেই থাকবে। কিন্তু বাস্তবতার দিকে তাকালে আমার মনে হয় পাকিস্তান বিশ্বকাপে ধুঁকবে।’

নিজের দলের দুর্বলতা চিহ্নিত করে হাফিজ বলেন, ‘এজন্য একমাত্র কারণ বিশ্বকাপে ভালো করার মতো সঠিক ফরমেশন এবং মাইন্ডসেট নেই তাদের। এমনকি, দলে কার ভ‚মিকা কী সেটাও নির্ধারিত নয়, যার ফলে দলের কোনো নিয়ন্ত্রণও নেই।’ বাবরদের পিছিয়ে রাখলেও পাকিস্তান

সেমিফাইনালে খেলবে বলে ভবিষ্যদ্বাণী করেন হাফিজ। তার দৃষ্টিতে সেমিতে আরও খেলব ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। হাফিজ জানান, ‘আমি একই কথা আবারও বলব, আমার হৃদয় বলছে পাকিস্তানকে এক নম্বরে (সেমিফাইনালের জন্য) রাখতে। যদি আমি খেলার কৌশল ও ফরমেশন নিয়ে চিন্তা করি, তবে ভারত ওয়েস্ট ইন্ডিজে তুলনামূলক ভালো খেলবে। ক্যারিবীয়রাও ভালো করবে, পাশাপাশি সমান পারফর্ম করতে পারে ইংল্যান্ড।’

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর