thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

"লড়াকু মানসিকতার শান্ত একজন ভালো নেতা"

২০২৪ মে ১৯ ১৩:০২:৩০

দ্য রিপোর্ট ডেস্ক:অধিনায়ক হওয়ার পর থেকে প্রায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বন্দনা শুনতে পাওয়া গেছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের মুখে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে আরেকবার কোচের মুখে শোনা গেল শান্তর প্রশংসা।

বাংলাদেশ কোচ জানালেন, লড়াকু মানসিকতার শান্ত একজন ভালো নেতা।

দেশ ছাড়ার আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজের দলের স্কোয়াড নিয়ে কথা কথা বলেছেন। যা আজ শনিবার নিজেদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভিডিওতে সবার প্রশংসা করা হাথুরুসিংহে অধিনায়ককে নিয়ে বলেছেন, ‘শান্ত আমাদের নেতা। খুবই ভালো একজন নেতা। তার নেতৃত্বগুণেই আমরা খেলব। ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে আনন্দফূর্তি করলেও যখন মাঠে নামে সে খুবই লড়াকু মানসিকতার। বিশ্বকাপে প্রথমবার নেতৃত্বের বাহুবন্ধনী পাওয়ায় তার কাঁধে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। নিশ্চিত সে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

এর আগেও শান্তকে নিয়ে একবার কোচ বলেছিলেন, ‘অনেক ইতিবাচকতা আছে তার (শান্ত) অধিনায়কত্বে। যেভাবে সে দলকে নেতৃত্ব দিচ্ছে তা নিয়ে আমি খুব খুশি। সবার সাথে যেভাবে সম্পর্ক গড়ে তুলেছে, যেভাবে সামলাচ্ছে এটা দারুণ। শেষ ম্যাচে সত্যিকার অর্থে সে যেভাবে সামলেছে তা খুব ভালো

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর