thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১,  ২০ মহররম 1446

গাঁজায় যা হচ্ছে তা গণহত্যা না: বাইডেন

২০২৪ মে ২১ ১৩:১৯:৪৩
গাঁজায় যা হচ্ছে তা গণহত্যা না: বাইডেন

দ্য রিপোর্ট ডেস্ক:ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা সাত মাসেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি।বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক আদালতে। গণহত্যা বন্ধের দাবি তুলে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশে দেশে।

তবে গাজায় ইসরায়েল ‘গণহত্যা’ চালাচ্ছে বলে মনে করে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২০ মে) হোয়াইট হাউসে ইহুদি আমেরিকান হেরিটেজ মান্থ উদযাপন অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘আমাকে একটি বিষয় পরিষ্কার করতে দিন, আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে)ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার যে অভিযোগ রয়েছে, আমরা তা প্রত্যাখান করছি। গাজায় যা চলছে, তা গণহত্যা নয়।’

বাইডেন জোর দিয়ে বলেন, ইসরায়েল নিজেই ‘ভিকটিম’। ইসরায়েলিদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন ‘লোহার আবরণের মতো দৃঢ়’।

তবে গাজায় ইসরায়েল ‘গণহত্যা’ চালাচ্ছে বলে মনে করে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২০ মে) হোয়াইট হাউসে ইহুদি আমেরিকান হেরিটেজ মান্থ উদযাপন অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘আমাকে একটি বিষয় পরিষ্কার করতে দিন, আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে)ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার যে অভিযোগ রয়েছে, আমরা তা প্রত্যাখান করছি। গাজায় যা চলছে, তা গণহত্যা নয়।’

বাইডেন জোর দিয়ে বলেন, ইসরায়েল নিজেই ‘ভিকটিম’। ইসরায়েলিদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন ‘লোহার আবরণের মতো দৃঢ়’।

উল্লেখ্য, সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম খানইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতা সিনওয়ারেরবিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। ইসরায়েলে হামাসের হামলা এবং এর ধারাবাহিকতায় গাজায় চলমান যুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই আবেদন করেছেন তিনি।

এর আগে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জানিয়েছিলেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে মনে করে না যুক্তরাষ্ট্র। তিনি বলেন, তবে ইসরায়েলকে অবশ্যই গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষায় আরো সচেষ্ট হতে হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও কল্যাণে ইসরায়েলের তরফ থেকে আরো অনেক কিছু করার আছে। তবে আমরা বিশ্বাস করি না যে, গাজায় যা ঘটছে (ইসরায়েল ঘটাচ্ছে) তা কোনোভাবে গণহত্যা।

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগ রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে আইসিজে একটি অন্তর্বর্তী রুল জারি করে তেল আবিবকে গণহত্যামূলক কাজ বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের গ্যারান্টি দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর