thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১,  ১৯ মহররম 1446

আইসিবি সিকিউরিটিজের শেয়ার ক্রয়ের সীমা বাড়লো

২০২৪ মে ২১ ১৩:৫৪:৫৮
আইসিবি সিকিউরিটিজের শেয়ার ক্রয়ের সীমা বাড়লো

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারকে সহায়তা করতে স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আএসটিসিএল) শেয়ার কেনার সীমা বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২০ মে) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির আদেশে বলা হয়েছে, আইসিবি সিকিউরিটিজের নন-মার্জিন লিমিট বা বিনিয়োগের সীমা ১০ কোটি থেকে ৫০ কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ ব্রোকারেজ হাউজটি মার্জিন বা গ্যারান্টি ছাড়াই ৫০ কোটি টাকার শেয়ার কিনতে পারবে। এক্ষেত্রে আইসিবি বা আইসিবি সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জকে কর্পোরেট গ্যারান্টি দেবে।

বর্তমানে ব্রোকারেজ হাউজগুলো কোনো মার্জিন বা গ্যারান্টি ছাড়া ১০ কোটি টাকার শেয়ার কিনতে পারে। এর বেশি কিনতে গেলে ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তবে, আইসিবি সিকিউরিটিজের ক্ষমতা ৫০ কোটি টাকা করলো বিএসইসি।

পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর