thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ভিয়েতনামের  বহুতল  ভবনে  অগ্নিকাণ্ডে  নিহত  ১৪ 

২০২৪ মে ২৪ ১৪:২৮:৪৪
ভিয়েতনামের  বহুতল  ভবনে  অগ্নিকাণ্ডে  নিহত  ১৪ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাঁচ তলা ওই ভবনটি থেকে দমকল কর্মীরা সাতজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ভবনে আগুন লাগে। এসময় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। ভবনটিতে ২৪ জন বাসিন্দা ছিলো বলে জানা গেছে।

বৈদ্যুতিক বাইক বিক্রি ও মেরামতের জন্য গ্যারেজ হিসেবে ব্যবহৃত ভবনের সামনের একটি প্রাঙ্গণে থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে গণমাধ্যমটি।

স্থানীয় বাসিন্দা এনগো থি থু জানান, আগুন লাগার পরপরই তিনি লোকজনের চিৎকার শুনতে পান এবং পাঁচতলা ভবনের ছাদে ছুটে যান।

তিনি বলেন, আগুন চারদিকে ছড়িয়ে পড়েছিল এবং ধোঁয়াতে কিছুই দেখা যাচ্ছিল না। আশেপাশের বাড়িগুলো থেকে সাহায্যের জন্য চিৎকারের পাশাপাশি বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছিল।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

তবে অগ্নিকাণ্ডের কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর