thereport24.com
ঢাকা, রবিবার, ২৩ জুন ২০২৪, ৯ আষাঢ় ১৪৩১,  ১৬ জিলহজ ১৪৪৫

অ্যান্টিগুয়া ও বারবুডায় গেছেন পররাষ্ট্রমন্ত্রী 

২০২৪ মে ২৬ ১২:০৪:৩৪
অ্যান্টিগুয়া ও বারবুডায় গেছেন পররাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল রাষ্ট্রের (এসআইডিএস) চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে অ্যান্টিগুয়া ও বারবুডায় গেছেন।

শনিবার (২৫ মে) তিনি অ্যান্টিগুয়া ও বারবুডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

সেন্ট জনসে আগামী ২৭-৩০ মে ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতিসংঘ মহাসচিব অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল লি জুনহুয়াকে এসআইডিএস সম্মেলনের মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। এছাড়া এসআইডিএসর সিনিয়র প্রতিনিধি হিসেবে এ সম্মেলন আয়োজনের বিশেষ দায়িত্ব পালন করছেন রাবাব ফাতিমা।

প্রসঙ্গত, এসআইডিএস ৩৭টি জাতিসংঘের সদস্য দেশ এবং ১৮টি সহযোগী সদস্য নিয়ে গঠিত।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর