thereport24.com
ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১,  ৯ জমাদিউস সানি 1446

চউকের চেয়ারম্যানের অপসারণ দাবি

২০১৪ এপ্রিল ০৫ ১৫:৫৮:০২
চউকের চেয়ারম্যানের অপসারণ দাবি

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুস সালামকে অপসারণের দাবি জানিয়েছে মহানগর শ্রমিক লীগ।

শনিবার বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়।

এ ছাড়া চউক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের চাকরিচ্যুতি এবং অন্যায়ভাবে বদলি করা ১০ জন কর্মচারীকে পূর্বের পদে বহালের দাবি জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ দাবি মানা না হলে মহানগর ও কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয় ঘেরাও করা হবে।

সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়, চউকের চেয়ারম্যানের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় হাবিবুর রহমানকে নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়।

সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান। এ সময় অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এসবি/সা/এপ্রিল ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর