thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে ৬৭০ জনের মৃত্যু

২০২৪ মে ২৬ ১৯:৩৫:১৭
পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে ৬৭০ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক:পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে ৬৭০ জনের বেশি লোক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। রোববার জাতিসংঘের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থার কর্মকর্তা সেরহান আক্তোপ্রাক বলেছেন, ‘প্রায় ১৫০টি ঘর মাটিচাপা পড়েছে... ধারণা করা হচ্ছে ৬৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।’ তিনি বলেন, ‘ভূমি এখনও পিচ্ছিল হওয়ায় পরিস্থিতি ভয়ানক। পানি এখনও প্রবাহিত হচ্ছে এবং এটি সংশ্লিষ্ট সবার জন্য ঝুঁকি তৈরি করছে।’

শুক্রবার দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটির উত্তরে এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধস হয়। একসময়ের জমজমাট পাহাড়ি গ্রামটি প্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে বলে জানিয়েছে এএফপি।

আক্তোপ্রাক বলেন, ‘মাটির নিচে চাপা পড়ে থাকা মৃতদেহ উদ্ধারের জন্য লাঠি, কোদাল এবং কৃষিকাজে ব্যবহৃত ফর্ক ব্যবহার করছে স্থানীয়রা।’ তিনি জানান, বিপর্যয়ের কারণে এক হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কৃষিক্ষেত ও পানি সরবরাহ প্রায় সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর