thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

১০ মিনিটের ব্যবধানে  জাপানে  দুটি ভূমিকম্প

২০২৪ জুন ০৩ ১৪:২৩:০৯
১০ মিনিটের ব্যবধানে  জাপানে  দুটি ভূমিকম্প

দ্য রিপোর্ট ডেস্ক:জাপানের মধ্যাঞ্চলে১০ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে।স্থানীয় সময় সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকেভূমিকম্প দুটি আঘাত হানে। খবর আরব নিউজের।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে তারা এখনও তথ্য সংগ্রহ করছেন বলে পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে।

এই অঞ্চলের কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক কেন্দ্রের অপারেটর বলেছেন, কম্পনের পর ক্ষয়ক্ষতি পরীক্ষা করার জন্য আপাতত এটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অবফায়ার’এর পশ্চিম প্রান্ত বরাবর চারটি টেকটোনিক প্লেটের (ভূতাত্বিক প্লেট) সংযোগস্থলে অবস্থান করায় জাপানেপ্রতিবছর প্রায় দেড় হাজার বার ভূমিকম্প আঘাত হেনে থাকে।তবে জাপানে সাধারণত বড় ধরনের ভূমিকম্পেও ক্ষয়ক্ষতি কম হয়ে থাকে ভবন নির্মাণেবিশেষ কৌশলের কারণে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর