thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

"এক হাটের গরু অন্য হাটে নেওয়া যাবে না"

২০২৪ জুন ০৪ ১৮:০৪:০১

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আসন্ন কোরবানির ঈদে ঢাকা মহানগরীতে জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নেওয়া যাবে না। কেউ যদি এ ধরনের কাজে লিপ্ত থাকে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (৪ জুন) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ঢাকা মহানগরে পশুর হাটের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, যেখানে গরুর হাট নয়, সেখানে যেন হাট না বসে, সেটা ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখবেন। নদীপথে নৌকা বা ট্রলারে গরু আসলে সেগুলো নৌ পুলিশ দেখভাল করবে। এক্ষেত্রে ডিএমপি নৌ পুলিশের সঙ্গে সমন্বয় করবে। কোরবানির পশুর হাটগুলোতে নিরাপত্তা, মানি এসকর্ট ও জাল নোট শনাক্ত করা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হচ্ছে।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা সংস্থা, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর, ঢাকা রেঞ্জ পুলিশ, হাট ইজারাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর