thereport24.com
ঢাকা, বুধবার, ১৪ মে 25, ৩১ বৈশাখ ১৪৩২,  ১৬ জিলকদ  1446

গ্লোবাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ বিতরণে সম্মতি

২০২৪ জুন ০৪ ১৮:২২:১৫
গ্লোবাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ বিতরণে সম্মতি

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এর শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৪ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এবার কোম্পানিটির বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণে সম্মতি দিয়েছে বিএসইসি।

উল্লেখ্য, বিদ্যমান আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি শেয়ারহোল্ডারদের ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণ করতে পারবে না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে। সে হিসাবে সার্বিক দিক বিবেচনা করে ব্যাংকটির বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর